যান্ত্রিক এ শহরে এক চিলতে সবুজে ভরা ভোরের হাসি দেখার জন্য অনেকে তার নিজের বাসার ছাদে এবং রুম এ বিভিন্ন ধরণের গাছ লাগিয়ে থাকেন।
রুমে সাধারণত ইনডোর প্লান্ট লাগানো হয়।এই ইনডোর প্লান্ট গুলোকে সতেজ রাখার জন্য যত্ন নিতে হয়।
কিভাবে এই গাছ গুলোকে সতেজ রাখা যায় বা যত্ন নেয়া যায় তার উপায় তুলে ধরা হলো-
টব নির্বাচন:
ইনডোর প্ল্যান্ট বড় হলে সেটাকে বড় টবে লাগাবেন।আর ছোট গাছ হলে ছোট টবে লাগাবেন। যে গাছ পানিতেও বাড়তে পারে, সেটাকে সুন্দর কাচের বোতলে রাখতে পারেন,,বোতলে অবশ্যই পানি ভরতে হবে এবং বোতলটাকে ঘরের যেকোনো জায়গায় রাখতে পারবেন।
সঠিক জায়গা নির্বাচন:
সঠিক জায়গায় ইনডোর প্লান্ট রাখার জায়গা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।উপযুক্ত জায়গায় আপনার ঘরের গাছগুলো নিরাপদে বেড়ে উঠতে অনুকূল পরিবেশ পাবে। তাই অতিরিক্ত আলো ও তাপের সংস্পর্শে যেমন-এয়ারকন্ডিশনের কাছাকাছি স্থান, টেলিভিশনের উপর বা পর্দার মাঝামাঝি জায়গায় না রাখাই উত্তম।
মাটি ব্যবহার:
সুস্থ গাছের জন্য উত্তম মাটি অপরিহর্য ,মাঠি যেনো পরিষ্কার ও গাছের জন্যই পুষ্টিকর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে মাটির ফাংগাস ও অন্যান্য রোগসমূহ থেকে আপনার গাছ থাকবে নিরাপদ।
কেমন আলোতে রাখবেন:
গাছটি ঠাণ্ডা বা আলো কম পৌঁছায় এমন জায়গায় রাখুন। কারণ অতিরিক্ত আলো ও তাপের সংস্পর্শে এসে গাছের পাতা ও ফুলের রং হালকা হয়ে যায়। তবে গাছের নতুন চারা ঠিকমতো না বাড়লে তখন টব বারান্দায় রাখুন। আলো-বাতাস পেলে গাছ ঠিকমতো বড় হবে এবং ফাংগাস জন্মাবে না।
পরিমিত পানি ব্যবহার:
গাছের গোড়ায় পানি জমে থাকতে দেবেন না।টবে পানি জমে থাকলে গাছের শিখর পচে যাবে এবং গাছ মারা যাবে ,আবার গাছে পানি না দিলে ও পানির অভাবে গাছ মরে যাবে ,এই জন্য গাছে নিয়মিত পরিমিত পানি দিতে হবে গরমকালে বেশি পানি দেবেন, শীতকালে কম পানি দেবেন। ধীরে ধীরে পানি দিতে হবে। একবার পানি দেওয়ার পর মাটি শুকিয়ে গেলে তবেই পরের বার পানি দিতে হবে।
পরিমিত সার প্রয়োগ:
জৈব সার মাসে অন্তত ১ বার দিতে পারেন। ব্যবহৃত টি-ব্যাগ থেকে চা পাতা, ডিমের খোসা গুড়া করে গাছের গোঁড়ায় ব্যবহার করতে পারেন। তা জৈব সারের কাজ করে।
পোকা দমনে রাখা:
গাছকে পোকা আক্রমন করার আগেই নিতে হবে কিছু পদক্ষেপ। আর যেহেতু তা একেবারে আপনার ঘরের ভিতরে সেজন্য অবশ্যই পরিবেশ বান্ধব পদ্ধতিই আপনার জন্য বাঞ্ছনীয়। এক্ষেত্রে আপনি নিমের তেল, এন্টি-ইন্সেক্টিসাইড সাবান, সেক্স ফেরোমেন ট্র্যাপ ইত্যাদি যেকোন একটা পদ্ধতি বেছে নিতে পারেন।
মৃত ডাল/পাতা পরিস্কার করা:
কোনও গাছের পাতা শুকিয়ে গেলে, ডগা বাদামি হয়ে গেলে নিয়মিত সেগুলি একটি কাঁচি দিয়ে কেটে ফেলুন। না হলে সমস্ত পুষ্টি সেই আধ মরা অঙ্গটি বাঁচাতে ব্যবহার করবে গাছ। বাকি গাছের পর্যাপ্ত পুষ্টি হবে না।শুকনো পাতা ও ডগা নিয়মিত কেটে দিলে টবের গাছ আরো বেশি ফুল ও ফল দিতে সক্ষম হবে।
টব পরিবর্তন:
গাছ বড় হলে টব পরিবর্তন করতে হবে এবং টব পরিবর্তনের সময় টবে ছোট ছিদ্র করতে হবে, যাতে ছিদ্র দিয়ে অতিরিক্ত পানি ট্রেতে জমা থাকে।এবং পরবর্তীতে ট্রেতে জমাকৃত পানি ফেলা দিতে হবে।
আরো বিস্তারিত জানতে/বাগান সম্পর্কে জানতে ফ্রি কনসালটেশনের জন্য কল করুন–01812164069.